Solved Questions on Current Electricity in Bengli (চলত্বড়িৎ )
এই পোস্ট টিতে আমরা চলত্বড়িৎ সমন্ধে কিছু প্রশ্নের উত্তর খুঁজবো৷
প্রশ্ন: একটিপরিবাহীর মধ্য দিয়ে (1/2)মিনিট ধরে 90 কুলম্ব আধান প্রবহিত হলে পরিবাহীর প্রবাহমাত্রা নির্ণয় করো৷
উত্তর:
আমরা জানি,
আধান = 90 কুলম্ব
সময় = (1/2) মিনিট = (60/2) সেকেন্ড =30 সেকেন্ড
প্রবাহমাত্রা = (90/30) অ্যাম্পিয়ার= 3 অ্যাম্পিয়ার
প্রশ্ন: একটি পরিকাহীর প্রস্তচ্ছেদ 0.2 সেমি2 এবং অন্য একটি পরিবাহীর প্রস্তচ্ছেদ 0.4 সেমি2 ৷ পরিবাহী দুর্টির মধ্য দিয়ে 1 ঘণ্টা ধরে 3600 কুলম্ব আধান প্রবাহিত হলে কোন্ পরিবাহীর প্রবাহমাত্রা বেশি হবে ৷
উত্তর:
প্রবাহমাত্রা বলেতে বোঝায় একটি পরিবাহীর প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে যত পরিমান আধান একক সময়ে প্রবা্হিত হয় ৷
এখনে, প্রত্যেকটি পরিবাহীর মধ্য দিয়ে 1 ঘণ্টায় 3600 কুলম্ব আধান প্রবাহিত হয় ৷
সেই কারনে, দুটি পরিবাহীর প্রবাহমাত্রা সমান ৷
Comments
Post a Comment