Solved Questions on Current Electricity in Bengli (চলত্বড়িৎ )

 

এই পোস্ট টিতে আমরা চলত্বড়িৎ সমন্ধে কিছু প্রশ্নের উত্তর খুঁজবো৷

প্রশ্ন:  একটিপরিবাহীর মধ্য দিয়ে (1/2)মিনিট ধরে 90 কুলম্ব আধান প্রবহিত হলে পরিবাহীর প্রবাহমাত্রা নির্ণয় করো৷

উত্তর:

আমরা জানি, 

 

 

আধান = 90 কুলম্ব

সময় = (1/2) মিনিট = (60/2) সেকেন্ড =30 সেকেন্ড

প্রবাহমাত্রা = (90/30) অ্যাম্পিয়ার= 3 অ্যাম্পিয়ার


প্রশ্ন: একটি পরিকাহীর প্রস্তচ্ছেদ 0.2 সেমি2 এবং অন্য একটি পরিবাহীর প্রস্তচ্ছেদ 0.4 সেমি2পরিবাহী দুর্টির মধ্য দিয়ে 1 ঘণ্টা ধরে 3600 কুলম্ব আধান প্রবাহিত হলে কোন্ পরিবাহীর প্রবাহমাত্রা বেশি হবে

 উত্তর:

প্রবাহমাত্রা বলেতে বোঝায় একটি পরিবাহীর প্রস্তচ্ছেদের মধ্য  দিয়ে  যত পরিমান আধান একক সময়ে প্রবা্হিত হয়

 

এখনে, প্রত্যেকটি পরিবাহীর মধ্য দিয়ে 1 ঘণ্টায় 3600 কুলম্ব আধান প্রবাহিত হয় ৷ 

সেই কারনে,  দুটি পরিবাহীর প্রবাহমাত্রা সমান ৷ 

 

 

 

 

 

Function of Bass, Treble, Volume in Audio Player 

Measurement of Resistance Using Colour Code 

Comments

Popular posts from this blog

FUNCTION OF BASS, TREBLE, VOLUME OPTION IN AN AMPLIFIER

Purity Test of Purified Water (For School & College level lab practical)

KNOW ABOUT BASIC ELECTRICAL AND ELECTRONIC DEVICES