ইন্টারনেট ব্যবহারের আগে যে বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। (Important things to know before Internet using in Bengali)
আজকের দিনে ইন্টারনেটের ব্যবহার দ্রুতগতিতে বেড়ে চলছে ফলে সমাজ ও অর্থবাবস্থায় এর প্রভাব পড়েছে। যেমন, একদিকে সামাজিক মেলামেশার ধরন বদলাচ্ছে, সোশ্যাল মিডিয়া উপর নির্ভরতা বাড়ছে তেমনি অন্যদিকে ব্যাংকের কাজকর্মের থেকে মুদিখানার অর্ডার ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। ফলে ইন্টারনেটের ব্যবহার ক্রমশ জরুরি হয়ে উঠছে। ইন্টারনেট অনেক কাজকে যেমন সহজ করেছে তেমনি, সঠিক জ্ঞানের অভাবে অনেকেই এর মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাই আজকের এই পোষ্টটিতে প্রাথমিক কিন্তু অত্যন্ত জরুরি কিছু বিষয়ে আলোকপাত করা হলো। আশা রাখি এগুলি আপনাদের উপকারে আসবে এবং ইন্টারনেট সম্বন্ধীয় প্রতারণা থেকে বাঁচতে সাহায্য করবে। এই পোষ্টটিতে আমরা প্রযুক্তিক (technical) জিনিসগুলিকে সহজ সরল ভাষায় বোঝানের চেষ্টা করব। ইন্টারনেট কি? সহজ সরল ভাষাতে বললে বলা যায়, ইন্টারনেট (Internet) একটি পরিষেবা / মাধ্যম (medium) যার মাধ্যমে আমরা এই পরিষেবাতে / মাধ্যমে যুক্ত জিনিসগুলির মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারি। আমি কিভাবে ইন্টারনেট পরিষেবা পেতে পারি? আজকের দিনে ইন্টানেট পরিষেবা বহুবভাবে পাওয়া যেতে পারে। মোবাইল নেট : আপনার কাছে যদি কোনো স্মার্টফ...