শিশুকে মাতৃ স্তন্যপান করানো বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর (Breast-feeding related some important Questions and Answers)
বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব কি? মায়ের দুধ শিশুকে সুস্থ রাখতে সহায়তা করে। মায়ের দুধ শিশুদের সর্বাধিক ও সম্পূর্ণ পুষ্টি প্রদান করে। বুকের দুধে ঠিক পরিমান মতো ফ্যাট, চিনি, জল এবং প্রোটিন থাকে যা শিশুর বৃদ্ধি এবং বিকাষের জন্য প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে, যে কোন ফর্মুলা দুধের চেয়ে বুকের দুধ হজম করা অনেক সহজ। যে শিশুদের বুকের দুধ খায়ানো হয় না তাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে। মায়ের দুধে এন্টিবডি রয়েছে যা শিশুদের ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে রক্ষা করতে পারে। বুকের দুধ কানের সংক্রমনের হাত থেকে রক্ষা করে। শিশুদের কোষ্ঠকাঠিন্য, ডায়ারিয়া বা পেট খারাপ হয় না। বুকের দুধ খায়ানো - শিশুর সাথে মায়ের বন্ধনে সহায়তা করতে পারে। শারীরিক যোগাযোগ নৱজাতকের পক্ষে গুরুত্বপূর্ণ এবং তাদের আরও সুরক্ষিত, উষ্ণ এবং সাচ্ছন্দ্য বোধ করতে সহায়তা করতে পারে। বুকের দুধ খাওয়ানো, মায়েদের অ্যালার্জি, অসুস্থতা, স্থূলত্ব, ডায়াবেটিস এবং ক্যানসারের মতো রোগ থেকে রক্ষা করে। প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ কেন? মায়ের দুধ শিশুকে সুস্থ রাখতে সহায়তা করে। বুকের দুধে শিশুর ৬ মাস বয়স অবধি...