The Man Who Knew Infinity
দ্য ম্যান হু নিউ ইনফিনিটি
দ্য ম্যান হু নিউ ইনফিনটি (The man who knew infinity), এটি 2015 সলে মুক্তিপ্রপ্ত একটি ইংরেজী চলচ্চিত্র। এটি প্রখ্যাত গনিতজ্ঞ শ্রীনবাস রামানুজনের জিবণী সম্পর্কিত একটি ছবি ৷ এই চলচ্চিত্রে তাঁর শৈশব থেকে অন্তিম জীবন পর্যন্ত তুলে ধরা হয়েছে ৷
প্রকৃতপক্ষে, 1991 সালে রবার্ট ক্যানিজেলের লেখা বই " জানকি" উপর ভিত্তি করে চলচ্চিত্রর্টি তৈরি করা হয়েছে ৷
পরিচালক: ম্যাথিউ ব্রাউন (Matthew Brown)
অভিনয়ে:
প্রধান প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা হলেন :
দেব পটেল = শ্রীনবাস রামানুজন
জেরেমি আয়রণ্স = জি. এইচ . হার্ডি
অরুন্ধতী নাগ = রামানুজনের মা
দেবিকা ভিসে (Devika Bhise) = জানকি (রামানুজনের স্ত্রী)
সাজাদ লতিফ = প্রশান্ত চন্দ্র মহলানবীশ
দৈর্ঘ্য: 108 মিনিট
এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে কিভাবে তৎকালীন মাদ্রাজ শহরে বড় হয়ে ওঠা দরিদ্র বাড়ির সন্তান রামানুজন ধীরে ধীরে বহু চড়াই উৎরাই পেরিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছান এবং এলেন, দেখলেন, জয় করলেন এর মতকরে তাঁর প্রতিভা পাশ্চাত্যের বিজ্জান চর্চায় সামিল হয় ৷ এই ছবিতে রয়েছে ইউরোপে এসে তিনি কিভাবে জাতিগত কুসংস্কারের শিকার হয়েছেন , রয়েছে কালচারাল শক ( সংস্কৃতি, রিতিনীতির পার্থক্যের জন্য যে মানসিক আঘাত) কিভাবে তাঁকে আহত করেছে ইত্যাদি ৷ জি. এইচ . হার্ডি তাঁকে কিভাবে সাহায্য করেছেন এবং রয়্যাল সোসাইটির ফেলোসিপ যাতে তিনি পান তার জন্য হার্ডির প্রচেষ্টা পরিচালক নিপুন ভাবে তুলে ধরেছেন ৷ এই ছবিতে রামানুজনের সঙ্গে প্রশান্ত চন্দ্র মহলানবীশের সাক্ষাতের দৃশ্য ও রয়েছে ৷
দ্য ম্যান হু নিউ ইনফিনটি (The man who knew infinity) চলচ্চিত্রর্টিতে শ্রীনবাস রামানুজনের ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত জীবনের ঘটনাগুলিকে চলচ্চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে ৷
রামানুজনের একাটি উক্তি ( এটি এই চলচ্চিত্রেও ব্যবহূত হয়েছে),
"An equation has no meaning for me unless it express a thought of God"
(আমার কাছে একটি সমীকরন অর্থহীন যদি সেটি ভগবানের কোন অভিপ্রায় না প্রকাশ করে )
দ্য ম্যান হু নিউ ইনফিনটি (The man who knew infinity) চলচ্চিত্রর্টি YouTube এ ইংরেজিতে দেখুন
Comments
Post a Comment