0.05 টাকা 0.5 টাকার মধ্যে পার্থক্য কি ? (Difference between 0.05 and 0.5 Rupee in Bengali)
0.05 টাকা 0.5 টাকার মধ্যে পার্থক্য কি ?
যেহেতু, 0.05 টাকা এবং 0.5 টাকা, 1 টাকার চেয়ে কম তাই পার্থক্য বোঝার জন্য আমরা এগুলিকে পয়সাতে রূপান্তর করব।
টাকাকে পয়সাতে রূপান্তরের জন্য আমরা টাকাকে 100 দিয়ে গুন করব।
0.05 টাকা
=0.05×100 পয়সা
=5 পয়সা
0.5 টাকা
=0.5 ×100 পয়সা
=50 পয়সা
সুতরাং, 0.05 টাকা=5 পয়সা এবং 0.5 টাকা=50 পয়সা
বিশেষ দ্রাষ্ট্রব্য:
টাকা লেখার সময় আমরা সাধারণত দুই দশমিক স্থান পর্যন্ত নেই। দশমিকের ডানদিকের দুটি সংখ্যা পয়সার জন্য। এটা জানা থাকলে খুব সহজেই আমরা টাকা আর পয়সাকে দশমিক থেকে আলাদা করতে পারবো।
উদহারণ:
₹12.45= 12 টাকা, 45 পয়সা।
₹12.04= 12 টাকা, 4 পয়সা (যেহেতু, 04=4)।
Comments
Post a Comment