সাধারণত ওষুধ ও রাসায়নিক দ্রব্যগুলি অ্যাম্বার রঙের কাঁচের বোতলে (Amber coloured Glass bottle) কেন রাখা হয়?

Why are Medicines and Chemicals kept in Amber colored Glass bottle? (in Bengali)

Why are medicine and chemicals kept in amber colored glass bottle?
অ্যাম্বার রঙের কাঁচের বোতল

ওষুধ (medicine) এবং রাসায়নিক দ্রব্য (chemicals) এত রং থাকতে, কেন অ্যাম্বার (amber) রং এর কাঁচের বোতলে রাখা হয় তার সম্পূর্ণ উত্তর পেতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে
1) কাঁচের বোতল
2) অ্যাম্বার রং এর কাঁচের বোতল

এখন আমরা জন্য কাঁচের বোতল কেন ব্যবহার করা হয়

কাঁচের বোতল কেন ব্যবহার করা হয়?

  1. কাঁচ রাসায়নিকভাবে (chemically) প্রায় নিষ্ক্রিয় (inert) প্রকৃতির। সেইজন্য বেশিরভাগ ওষুধ ও রাসায়নিক দ্রব্যের সঙ্গে কাঁচ কোনরূপ রাসায়নিক বিক্রিয়া করে না। 
  2. কাঁচের বোতলের দাম তুলনামূলক ভাবে কম। ফলে প্যাকেজিং এর জন্য খরচ কম হয়। 
  3. কাঁচ অনেক সময় ধরে তাপমাত্রা ধরে রাখতে পারে। অর্থাৎ এটি দ্রুত গরম বা ঠান্ডা হয় না।
    ফলে কোন ওষুধ বা রাসায়নিক দ্রব্যকে যদি ঠান্ডা বা গরম রাখার দরকার হয় তবে কাঁচের বোতল একটি ভালো বিকল্প।

কাঁচ ভঙ্গুর প্রকৃতির (যদিও বিভিন্ন কলাকৌশল ব্যবহার করে কাঁচকে অনেক শক্ত বানানো যায়) তা সত্বেও কাঁচের উপরিউক্ত বৈশিষ্টের জন্য ওষুধ ও রাসায়নিক দ্রব্য গুলি কাঁচের বোতলে রাখা হয়।
এখন কাঁচের বোতলে কান রাখা হয় বোঝা গেল। কিন্তু প্রশ্ন হল অন্য রং এর বা স্বচ্ছ কাঁচের বোতলে না রেখে অ্যাম্বার রং এর কাঁচের বোতলে কেন রাখা হয়।

অ্যাম্বার রং এর কাঁচের বোতলে কেন রাখা হয়?

  1. অ্যাম্বার রং এর কাঁচ ইউ ভি রশ্মিকে (UV ray) সম্পূর্ণ রূপে বাধা দিতে সক্ষম। 
  2. এটি ব্লু লাইট এবং 400 ন্যানো মিটার এর কম তরঙ্গ দৈর্ঘের (wave length) সব রশ্মিকে সম্পূর্ণ রূপে বাধা দেয়।

অ্যাম্বার (amber) রং এর কাঁচের এই সব গুনের জন্য অ্যাম্বার রং এর কাঁচ ফোটো-অক্সিডেসন(Photo-oxidation) এ বাধা দেয়।
[Photo-oxidation হল এক ধরণের রাসায়নিক বিক্রিয়া যা আলোক রশ্মি ও অক্সিজেনের উপস্থিতিতে ঘটে।]

অ্যাম্বার রং এর কাঁচের এই সব গুনের জন্য যে সব ওষুধ ও রাসায়নিক দ্রব্য আলোক সংবেদনশীল (light-sensitive) এবং রাসায়নিক ভাবে অতিসক্রিয়, সেগুলিকে অ্যাম্বার রং এর কাঁচের বোতলে রাখা হয়। 

ইন্টারনেট ব্যবহারের আগে যে বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। 

শিশুকে মাতৃ স্তন্যপান করানো বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর 

Comments

Popular posts from this blog

FUNCTION OF BASS, TREBLE, VOLUME OPTION IN AN AMPLIFIER

Purity Test of Purified Water (For School & College level lab practical)

KNOW ABOUT BASIC ELECTRICAL AND ELECTRONIC DEVICES